হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
مَن نَصَبَ نَفسَهُ للنّاسِ إماما فليَبدأ بتَعليمِ نَفسِهِ قَبلَ تَعليمِ غَيرِهِ ، و ليَكُن تأديبُهُ بسِيرَتِهِ قَبلَ تأديبِهِ بلِسانِهِ ، و مُعَلِّمُ نَفسِهِ و مُؤدِّبُها أحَقُّ بالإجلالِ من مُعَلِّمِ النّاسِ و مُؤدِّبِهِم
যে ব্যক্তি নিজেকে জনগণের নেতৃত্ব দানের পদে অধিষ্ঠিত করেছে (কিংবা করতে চায়), তার উচিত অন্যদেরকে শিক্ষা দেয়ার আগে নিজে শিক্ষা গ্রহণ করা; এবং নিজের মুখের ভাষা দ্বারা শিক্ষা দেওয়ার আগে নিজের আচরণ-ব্যবহার (ও কর্মের) মাধ্যমে শিক্ষা দেয়া। যে ব্যক্তি নিজেই নিজের প্রশিক্ষক ও শাসক- সে ঐ ব্যক্তি থেকে অধিক সম্মানের যোগ্য যে (শুধুমাত্র) অন্যদের প্রশিক্ষক ও শাসক।
[নাহজুল বালাগা, হিকমত বা প্রজ্ঞাপূর্ণ বাক্য- ৭৪]
আপনার কমেন্ট